ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না- স্থানীয় সরকার উপদেষ্টা Logo ভূমি মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার চলমান প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় ভূমি সচিব প্রকল্প কাজ নিয়মিত তদারকি, সমন্বয় সাধন ও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে Logo কেরানীগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু” Logo কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী Logo সৎও মিষ্টভাষী উপসচিব আবুল হাসান Logo বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Logo ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে Logo তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ Logo রাজনীতিবিদ শেখ রিয়াজ উদ্দিন রানার কিছু কথা Logo কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে” -স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা, স্বল্পমেয়াদী তাৎক্ষণিক সমাধান গ্রহণের ক্ষেত্রে টাস্কফোর্স গঠন করা হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ু দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, সাময়িক ভিত্তিতে পাইলটিং হিসেবে বর্ষা মৌসুম আসা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে এই টাস্কফোর্স। স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে গঠিতব্য এই টাস্কফোর্সে সিটি কর্পোরেশন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ঢাকা ওয়াসা, বিশেষজ্ঞ প্রতিনিধিসহ অন্যান্য স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হবে বলে জানান তিনি। এই টাস্কফোর্স গঠনে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে নীতিগত সম্মতি প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা শহরের রাস্তায় যত্রতত্র খোঁড়াখুঁড়ির বিষয়টি অন্যান্য সংস্থার সাথে বসে সমন্বিত উদ্যোগে করা যায় কি না, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বায়ু দূষণ রোধে নির্মাণ সামগ্রী পরিবহন এবং ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন এবং রাজউককে দায়িত্ব প্রদান করা যেতে পারে বলে মনে করেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদেরকে নিয়ে ছোট ছোট কর্মশালা গ্রহণের উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রনে রাতারাতি কোন সমাধান নেই। সব আমাদের নিয়ন্ত্রণে নেই, বাংলাদেশে ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন এর পরিমান প্রায় ৪০%। পানি ছিটিয়ে দুর্ভোগ সাময়িক কমানো গেলেও দীর্ঘ মেয়াদে তা কোন কাজে আসবে না। মাস্ক এবং এয়ার পিউরিফায়ার ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে এলার্ট সিস্টেম চালু করা হয়েছ। গত অক্টোবরে ঘোষণা দেওয়া পুরনো ও ফিটিনেসবিহীন গাড়ি ৬ মাসের মধ্যে অপসারণ এবং ২০২৫ সালের মধ্যে সকল সরকারি নির্মাণে পোড়ানো ইট ব্যবহার বন্ধ করার সিদ্ধান্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার বিভাগ হতে দূষণ রোধে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হতে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হতে গৃহিত কার্যক্রম, শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে সম্ভাব্য করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অধিদপ্তরের প্রধানগণ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, পুলিশের অতিরিক্ত কমিশনার(ট্রাফিক)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না- স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে” -স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০২:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা, স্বল্পমেয়াদী তাৎক্ষণিক সমাধান গ্রহণের ক্ষেত্রে টাস্কফোর্স গঠন করা হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ু দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, সাময়িক ভিত্তিতে পাইলটিং হিসেবে বর্ষা মৌসুম আসা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে এই টাস্কফোর্স। স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে গঠিতব্য এই টাস্কফোর্সে সিটি কর্পোরেশন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ঢাকা ওয়াসা, বিশেষজ্ঞ প্রতিনিধিসহ অন্যান্য স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হবে বলে জানান তিনি। এই টাস্কফোর্স গঠনে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে নীতিগত সম্মতি প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা শহরের রাস্তায় যত্রতত্র খোঁড়াখুঁড়ির বিষয়টি অন্যান্য সংস্থার সাথে বসে সমন্বিত উদ্যোগে করা যায় কি না, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বায়ু দূষণ রোধে নির্মাণ সামগ্রী পরিবহন এবং ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন এবং রাজউককে দায়িত্ব প্রদান করা যেতে পারে বলে মনে করেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদেরকে নিয়ে ছোট ছোট কর্মশালা গ্রহণের উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রনে রাতারাতি কোন সমাধান নেই। সব আমাদের নিয়ন্ত্রণে নেই, বাংলাদেশে ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন এর পরিমান প্রায় ৪০%। পানি ছিটিয়ে দুর্ভোগ সাময়িক কমানো গেলেও দীর্ঘ মেয়াদে তা কোন কাজে আসবে না। মাস্ক এবং এয়ার পিউরিফায়ার ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে এলার্ট সিস্টেম চালু করা হয়েছ। গত অক্টোবরে ঘোষণা দেওয়া পুরনো ও ফিটিনেসবিহীন গাড়ি ৬ মাসের মধ্যে অপসারণ এবং ২০২৫ সালের মধ্যে সকল সরকারি নির্মাণে পোড়ানো ইট ব্যবহার বন্ধ করার সিদ্ধান্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার বিভাগ হতে দূষণ রোধে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হতে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হতে গৃহিত কার্যক্রম, শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে সম্ভাব্য করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অধিদপ্তরের প্রধানগণ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, পুলিশের অতিরিক্ত কমিশনার(ট্রাফিক)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।