উত্তরবঙ্গের স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, তারুণ্য উৎসব ও ক্রীড়ার মান উন্নয়ন কার্যক্রম, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় যোগদান কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ(বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন।
সকালে উপদেষ্টা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মিটার চেইনেজে তিরনই নদীর উপর ১২০মিটার আর.সি.সি. ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। সভায় উপজেলার শিক্ষার মান উন্নয়নে লাইব্রেরী স্থাপনের জন্য ৫০ লক্ষ টাকা ও ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে আরো ১৫ লক্ষ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা।
পরবর্তীতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, আটোয়ারীর বড়দাপ মৌজায় শ্রীঘ্রই নির্মিত হবে মিনি স্টেডিয়াম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামেই হবে স্টেডিয়ামের নামকরণ। আটোয়ারী উপজেলায় শীতবস্ত্র বিতরণকালে উপজেলার খেলোয়ারদের সার্বিক উন্নয়নে ২০ লক্ষ টাকা এবং স্থানীয় নানাবিধ অবকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। এছাড়াও জেলা ও উপজেলার ক্রীড়া সংস্থার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তেঁতুলিয়া উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, তারুণ্যের উৎসব ও উন্নয়ন কার্যক্রমের জন্য ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এছাড়াও তিস্তার সমস্যা সমাধানে আগামী বছরের শুরুর দিকে গণশুনানি হতে পারে বলে জানান তিনি।
মধ্যাহ্ন বিরতি শেষে বিকালে উপদেষ্টা-নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় উত্তরবঙ্গের স্থলবন্দরগুলোর মান উন্নয়নে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সুগারমিল ও টেক্সটাইল মিলগুলো চালুকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে জানান তিনি।