
মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গঁাঁজাসহ মোঃ আলামিন (২৯) নামে জিয়া মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলামিন নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জিয়া মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তেতে এস আই মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা আঃ হালিমের ছেলে আলামিনকে নিজ বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।