ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে’—- উপদেষ্টা আদিলুর রহমান খান Logo কালিগঞ্জে শিক্ষক বাবলুর নারি কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু Logo জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর Logo সৎ, পেশাদার অফিসাররাই পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা  Logo তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই বিমানবন্দর পরিদর্শন- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশগ্রহণ করলেই আমরা সফলঃ ডিএসসিসি প্রশাসক Logo জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার (OHCHR) এর অফিসের সাথে বাংলাদেশ সরকার তিন বছরের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে Logo সুনামগঞ্জের মধ্যনগরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা জব্দ Logo পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই উপযুক্ত সময় Logo রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ 

বাসার কেয়ারটেকার কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৫ মে ২০২৫ খ্রি. রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ উজ্জল (৩১)। মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেস এর মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মোঃ উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭,০০০ মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জলসহ উজ্জলের স্ত্রী মোছা: নাসরিন ও উজ্জলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে ২০২৫ তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ২০২৫ তারিখে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে ২০২৫ তারিখ রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও টাকা নেই। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে। পরদিন ৩ মে ২০২৫ দুপুর ১২:৩০ ঘটিকায় উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চী হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল বাসার যাবতীয় কাজ করত এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানত।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে, চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল জানায় চুরি করা আরও ১৪ লক্ষ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত উজ্জলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং চুরি সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে’—- উপদেষ্টা আদিলুর রহমান খান

বাসার কেয়ারটেকার কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ

আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আলী আহসান রবি: ঢাকা, ১৫ মে ২০২৫ খ্রি. রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ উজ্জল (৩১)। মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেস এর মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মোঃ উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭,০০০ মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জলসহ উজ্জলের স্ত্রী মোছা: নাসরিন ও উজ্জলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে ২০২৫ তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ২০২৫ তারিখে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে ২০২৫ তারিখ রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও টাকা নেই। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে। পরদিন ৩ মে ২০২৫ দুপুর ১২:৩০ ঘটিকায় উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চী হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল বাসার যাবতীয় কাজ করত এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানত।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে, চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল জানায় চুরি করা আরও ১৪ লক্ষ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত উজ্জলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং চুরি সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।