
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলার একটি স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ধর্মপাশা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী আনিসুল হক। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ছাড়াও দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নিজস্ব সংবাদ : 


















