ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে বিএনপি”র নির্বাচনী জনসভা Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন Logo বাউফল অগ্নিকাণ্ডে ২ টি দোকান  ভস্মীভূত Logo রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo সাংবাদিক সাজ্জাদ হোসেন এর মৃত্যুতে কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত  Logo রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে – ধর্ম উপদেষ্টা Logo আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত Logo জুলাই সনদ জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি – আলী রীয়াজ Logo সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত সেন্টমার্টিন বিওপি ও টেকনাফে অবস্থিত সী-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক Logo মধ্যনগরে বংশীকুন্ডা উত্তরে বিএনপির নির্বাচনী পথসভা, প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল।
নারী-পুরুষের সমতার প্রেক্ষাপটে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আসে চ্যালেঞ্জ ও ইচ্ছার কাহিনী।

পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

পুরুষ নারীর কিচ্ছা হলো
এলো নির্বাচনী ইচ্ছা গুলো
শোনেন সেটা।

যতই পুরুষ নাচো কোচো
ভাবছো বুঝি হাতের মাপ
হাতেই আছে।

মাপের গলায় দড়ি পরাবে
সস্তা গুড়ের খাজা পায়ছো?
এবার দেখো!

নারীর ঠকানো জ্ঞান বিদ্যা
দুমড়ে মুচকে কেমনে যায়
সেটাই বুঝো!

যব্দ এবার হবেই পুরুষ
সবকিছুতে অর্ধেক দেবে
নইলে সাজা!

বাপের জিনিস ডবল নিচ্ছ
ভালোই করছো খুব ভালো
অন্যান্য কেন?

প্লেন মেট্রোরেল বাসের সিট
সমান সমান দাও না কেন?
কিসে সমস্যা?

রাজনীতির মাঠেও স্থান কম
পুরুষ নারী সমান থাকলে
কিসের ক্ষতি?

বাপের জিনিস ছাড়লোইবা
সবকিছুই কি ছাড়তে হবে?
কোন কারনে?

রাজনীতির মাঠ পথ ঘাট
নারীর অর্ধেক রাখতে হবে
ছাড়তে হবে।

পাঁচ বছর পুরুষ চালাক
পাঁচ বছর নারী চালাক
দেশের গদি।

গদির নাম বাপরে বাপ
পুরুষ আর পাবেনা মাপ
এতই সস্তা!

না যদি দাও এ অধিকার
পুরুষরা মরবে জ্যান্ত মরা
হাতানি ঘাতে!

হাতানি ঘাতেই মাকে খেদাও
হাতানি ঘাতে দেশও ছাড়ো
পুরুষ জাতি।

জব্দ করতেও নারী জানে
দয়ায় মায়ায় যা করেনাই
করতে পারে।

দুর্বল এত কেন ভাবো পুরুষ?
নারীর এত শক্ত তোমরা নয়!
হিসাব রেখো।

চিন্তাও করতে পারবে না
নারীর মার ধারণার বার
বুঝবে মজা।

বাবাকেও তো খেদাও তোমরা
নারীরা কিন্তু সেটা করে না!?
পরীক্ষা করো।

স্ত্রীকে বলো তো তোমার মা
তোমার বাবা জঘন্য খারাপ
দেখো কি বলে?

অবাধে স্ত্রী যা স্বামীকে বলে
স্বামী বেচারার ক্ষমতাও নাই
পাল্টা বলার।

পুরুষ মা-বাবাকে তারাই
ও অশ্রদ্ধা অসম্মান করে
কার বুদ্ধিতে?

নিজ বাবা মাকেও দেখে না
বলতে পারো কার ইঙ্গিতে?
সেবোধ নাই!

নারীরই বুদ্ধিতে কি ঠিক?!
তাহলে আর বাহাদুরি কি!
নারীই সব।

পুরুষ শাসিত সমাজ নামে
নারীর কাছে পুরুষ ভোতা!
আসল বোকা।

পুরুষ নারীর কিচ্ছা কাহিনী
দেখতে আর ভালো লাগেনা
আসান হোক।

লেখিকা : সম্পাদক  সৈয়দা রাশিদা বারী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে বিএনপি”র নির্বাচনী জনসভা

নারী-পুরুষের সমতার প্রেক্ষাপটে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আসে চ্যালেঞ্জ ও ইচ্ছার কাহিনী।

পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী

আপডেট সময় ০৬:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

পুরুষ নারীর কিচ্ছা হলো
এলো নির্বাচনী ইচ্ছা গুলো
শোনেন সেটা।

যতই পুরুষ নাচো কোচো
ভাবছো বুঝি হাতের মাপ
হাতেই আছে।

মাপের গলায় দড়ি পরাবে
সস্তা গুড়ের খাজা পায়ছো?
এবার দেখো!

নারীর ঠকানো জ্ঞান বিদ্যা
দুমড়ে মুচকে কেমনে যায়
সেটাই বুঝো!

যব্দ এবার হবেই পুরুষ
সবকিছুতে অর্ধেক দেবে
নইলে সাজা!

বাপের জিনিস ডবল নিচ্ছ
ভালোই করছো খুব ভালো
অন্যান্য কেন?

প্লেন মেট্রোরেল বাসের সিট
সমান সমান দাও না কেন?
কিসে সমস্যা?

রাজনীতির মাঠেও স্থান কম
পুরুষ নারী সমান থাকলে
কিসের ক্ষতি?

বাপের জিনিস ছাড়লোইবা
সবকিছুই কি ছাড়তে হবে?
কোন কারনে?

রাজনীতির মাঠ পথ ঘাট
নারীর অর্ধেক রাখতে হবে
ছাড়তে হবে।

পাঁচ বছর পুরুষ চালাক
পাঁচ বছর নারী চালাক
দেশের গদি।

গদির নাম বাপরে বাপ
পুরুষ আর পাবেনা মাপ
এতই সস্তা!

না যদি দাও এ অধিকার
পুরুষরা মরবে জ্যান্ত মরা
হাতানি ঘাতে!

হাতানি ঘাতেই মাকে খেদাও
হাতানি ঘাতে দেশও ছাড়ো
পুরুষ জাতি।

জব্দ করতেও নারী জানে
দয়ায় মায়ায় যা করেনাই
করতে পারে।

দুর্বল এত কেন ভাবো পুরুষ?
নারীর এত শক্ত তোমরা নয়!
হিসাব রেখো।

চিন্তাও করতে পারবে না
নারীর মার ধারণার বার
বুঝবে মজা।

বাবাকেও তো খেদাও তোমরা
নারীরা কিন্তু সেটা করে না!?
পরীক্ষা করো।

স্ত্রীকে বলো তো তোমার মা
তোমার বাবা জঘন্য খারাপ
দেখো কি বলে?

অবাধে স্ত্রী যা স্বামীকে বলে
স্বামী বেচারার ক্ষমতাও নাই
পাল্টা বলার।

পুরুষ মা-বাবাকে তারাই
ও অশ্রদ্ধা অসম্মান করে
কার বুদ্ধিতে?

নিজ বাবা মাকেও দেখে না
বলতে পারো কার ইঙ্গিতে?
সেবোধ নাই!

নারীরই বুদ্ধিতে কি ঠিক?!
তাহলে আর বাহাদুরি কি!
নারীই সব।

পুরুষ শাসিত সমাজ নামে
নারীর কাছে পুরুষ ভোতা!
আসল বোকা।

পুরুষ নারীর কিচ্ছা কাহিনী
দেখতে আর ভালো লাগেনা
আসান হোক।

লেখিকা : সম্পাদক  সৈয়দা রাশিদা বারী।