
ডঃ মোঃ শহিদুল আলম একজন সত্যিকারের ধার্মিক ও মানবিক মানুষ। তিনি বিশ্বাস করেন—মানুষ পরিচয়ে সবাই সমান, ধর্ম এখানে বিভাজনের কারণ হতে পারে না। এই বিশ্বাস থেকেই তিনি কখনো কাউকে সংখ্যালঘু বলে চিহ্নিত করেন না; বরং হিন্দু সম্প্রদায়ের মানুষদের তিনি সম্মানের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী বলে সম্বোধন করেন। এই দৃষ্টিভঙ্গি তাঁর উদারতা, সহনশীলতা ও মানবিক চেতনাকে স্পষ্টভাবে তুলে ধরে।
তাঁর কাছে সব ধর্মের, সব মতের মানুষই নিরাপদ ও সমান মর্যাদার অধিকারী। তাই সমাজের সর্বস্তরের মানুষ তাঁর ওপর আস্থা রাখে, বিশ্বাস করে এবং নির্ভয়ে তাঁর পাশে দাঁড়ায়। এই অন্তর্ভুক্তিমূলক মনোভাব, নৈতিকতা ও মানবিক নেতৃত্বের কারণেই ডঃ মোঃ শহিদুল আলম আজ জনগণের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত ও স্বীকৃত।
কলমে: এসএম শরিফুজ্জামান (শরীফ)
নিজস্ব সংবাদ : 




















