
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ ঘোষণা দিয়েই গেছে নিউইয়র্কে। মির্জা ফখরুলকেও কেউ নিতে আসে নাই এয়ারপোর্টে? মির্জা ফখরুলরে ডিম মারে নাই কিন্তু অপমানজনক আচরণ করছে তো অবশ্যই।
খেয়াল করে দেখেন জামাতের কেউ এভাবে যায় নাই। তাদের নিরাপত্তার সিস্টেম ঠিকই ছিলো।
প্রফেসর ইউনুস এতোই স্বার্থপর যে যাদের সাথে নিয়ে গেছে। তাদের নিয়ে একসাথে উনি হোটেলে গেলেন না। দুতাবসে তো ডেইলি স্টারের গোলাম মুর্তজারে বসায়ে রাখছে। কোন আক্কেলে এমব্যাসির লোকেরা এইভাবে উনাদের হাটায়ে এই রাস্তা দিয়ে বাইর করতেছে?
যাই হোক। এই ঘটনা যে হবে তা নিশ্চিত করছে আসিফ নজরুল, ছাত্ররা আর ওয়াকার একসাথে ৫ই আগষ্ট ২০২৪ এ।
কিন্তু অপদার্থের হাতে রাষ্ট্রটা তুলে দেয়ার খেসারত পুরা জাতি দিচ্ছে। তবে খুব বেশীদিন দিবেনা। বিপ্লবীরা রাষ্ট্রের দখল নেবে।
ইনকিলাব জিন্দাবাদ।
নিজস্ব সংবাদ : 
























