
নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ-তাড়াইল আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন বোর্ড সাক্ষাৎকারের ডাক দিয়েছে চার নেতাকে।
আগামী ২৭ অক্টোবর বিকাল ৫টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন—
-
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস,
-
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা,
-
যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, এবং
-
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকায় আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন সাক্ষাৎকার ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।
নিজস্ব সংবাদ : 



















