
অনলাইন ডেস্ক:
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনেতিক দলের নেতাদের হেনস্তা ও ডিম নিক্ষেপের বিষয়ে সাংবাদিক জুলাকারনাইন সাইর লিখেন, আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাঁদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিলো ইউনুস সাহেব।
জুলকারনাইন আরও লিখেন, ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব আবার ফলাও করে প্রচার করলেন, আর ল্যান্ড করার পর, নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে, আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন।
জুলকারনাইন লিখেন, ফ্লাইটের ভেতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটোসেশন করলেন, আপনারাই বা কোথায় ছিলেন? সম্মানিত ব্যক্তিদের রেখে স্রেফ হাওয়া হয়ে গেলেন? শেইম অন ইউ অল।
নিজস্ব সংবাদ : 
























