
পুলিশ সুপার, নাটোর জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বড়াইগ্রাম থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার, নাটোর বড়াইগ্রাম থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি থানায় উপস্থিত অফিসার এবং ফোর্সের সাথে মতবিনিময় করেন।তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।
পুলিশ সুপার থানার অনলাইন জিডি, থানার মূলতবী মামলা নিষ্পত্তি উপর গুরুত্বারোপসহ নারী ও শিশু নির্যাতন মামলার যথাযথ পুলিশ রিপোর্ট প্রদানের নির্দেশনা দেন। তিনি হাজতখানা, মালখানা, ডিউটি অফিসারের কক্ষ, নারী শিশু হেল্প ডেক্স, অফিসার ও ফোর্সের ব্যরাকসহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় অফিসার ইনচার্জ বড়াইগ্রাম থানা জনাব মোঃ গোলাম সারওয়ার হোসেনসহ অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।