
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা -১৪৩২ উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলা পুলিশ কর্তৃক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আসন্ন শারদীয় দুর্গাপূজায় মাগুরার বিভিন্ন পুজা মন্ডপে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম,পিপিএম পুলিশ সুপার মাগুরা। ব্রিফিংয়ে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাগুরা জেলার অন্যান্য থানায় ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মাগুরা জনাব মোঃ মিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।