
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রূপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলেদের সঙ্গে বিল মালিকপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হন। গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন কয়েকজন জেলে রূপেসর হাওরে মাছ ধরতে গেলে তাদের সঙ্গে বিল মালিকপক্ষের পাহারাদারদের তর্ক-বিতর্ক হয়। পরে বিষয়টি উত্তেজনায় রূপ নিলে জেলেদের একটি অংশ মধ্যনগর বাজারে বিল মালিকপক্ষের ভাড়া করা ঘরে হামলা চালায়। এসময় ভাঙচুর, লুটপাট ও বিল রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি নৌকা দখল করে নিয়ে যাওয়া হয়। হামলার সময় এক পাহারাদারকে মারধর করে গুরুতর আহত করা হয়।
বিল মালিকপক্ষের দাবি, হাওরের ওই বিল তাদের বৈধ ইজারাভুক্ত এবং সরকারের নিয়ম মেনেই তারা এটি পরিচালনা করছেন। অন্যদিকে স্থানীয় জেলেদের অভিযোগ, বিলটি অবৈধভাবে দখল করা হয়েছে। সংঘর্ষে তাদের পক্ষ থেকেও একজন আহত হয়েছেন বলে জানান তারা।
নয়াপাড়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলিম মিয়া বলেন, “রূপেসর হাওরের বিলটি আমরা সরকারিভাবে ইজারা নিয়েছি এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আমাদের কাছে রয়েছে। অথচ একটি পক্ষ জোর করে নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য হামলা চালিয়েছে। শুধু হামলাই নয়, আমাদের রক্ষণাবেক্ষণের নৌকাও নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা চাই।”
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান সাংবাদিকদের জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব সংবাদ : 




















