
নিজস্ব প্রতিবেদক: অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ব্রিপিং প্যারেড এর আয়োজন করে জেলা পুলিশ, ফেনী।
এই সময় পুলিশ সুপার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ এবং মোবাইল টিমের পুলিশ সদস্যদের উদ্দেশ্য মূল্যবান বক্তব্য রাখেন। এই সময় পুলিশ সুপার বলেন সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সুন্দর ভাবে ফেনীতে দুর্গাপূজা উৎসব শেষ করতে হবে । এই সময় জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।