
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আজ (২৮ সেপ্টেম্বর) বেল ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৩২টি পূজা মণ্ডপে এ বছর উৎসব উদযাপিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “দুর্গোৎসব আমাদের জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার আহ্বান জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বাকাতলা সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি হাস্য লাল ও সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস জানান, “এ বছর আমরা পূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারছি। স্থানীয়দের সহযোগিতা আমাদের জন্য অনন্য উৎসাহের উৎস।”
পঞ্জিকা অনুযায়ী, ষষ্ঠী থেকে শুরু হওয়া পূজা চলবে সপ্তমী, অষ্টমী ও নবমী পর্যন্ত। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় উৎসব।
উপজেলার ৩২টি মণ্ডপের মধ্যে মধ্যনগর সদর ইউনিয়নে ১১টি, চামরদানী ইউনিয়নে ৯টি, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে ৯টি এবং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে ৩টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।