
ফেরদৌস ওয়াহিদ রাসেল : পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সভা সঞ্চালনা করেন ফোরামের জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, এস এম রেজাউল ইসলাম শামীম, খায়রুল বাসার শামীম, রুহিমা আক্তার হাসি ও ছাত্রদল নেতা খাইরুল ইসলাম বাবু।
বক্তারা বলেন, অতীতের তুলনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হবে। তারা জানান, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও রাজনৈতিক মামলার সময় আইনজীবীরা যে সাহসিকতা ও মানবিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসনীয়। এজন্য জেলা বিএনপি আইনজীবী ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সভায় আবেগঘন মুহূর্তে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু বলেন, “আমরা যখন মিথ্যা মামলায় কারাগারে ছিলাম, পরিবারের সদস্যরাও দেখা করতে পারেননি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতারা নিয়মিত খোঁজ নিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন এবং আমাদের মুক্তির জন্য নিরলস চেষ্টা করেছেন।”
নিজস্ব সংবাদ : 




















