
আলী আহসান রবি : জাতীয় চারপাশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ”-এর খসড়া দেখেই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কনসালটিভ পার্টি (এনসিপি)।
প্রসঙ্গত, খসড়া অনুযায়ী:
-
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্ন চূড়ান্ত করে জনগণের কাছে প্রকাশ করতে হবে।
-
খসড়া প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে জারি করবেন।
-
গণভোটে যদি জনগণ জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর হবে না। নির্বাচিত সংসদ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের ক্ষমতা (Constituent Power) প্রয়োগ করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।
এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী এবং জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
নিজস্ব সংবাদ : 




















