নেপালের শিক্ষামূলক প্রকাশনার “শিক্ষালয়”- ম্যাগাজিনের উদ্যোগে আগামী ১৪ই সেপ্টেম্বর শনিবার বিকালে কলকাতার বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল ডন বকস কলকাতা পশ্চিমবঙ্গ, ভারতে অনুষ্ঠিত হবে ‘সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৪
দক্ষিণ এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠান, দূরদর্শী শিক্ষানেতাদের পাশাপাশি নিবেদিতপ্রাণ শিক্ষামূলক কনফারেন্সে এবং শিক্ষা পুরস্কারে অংশগ্রহণ করছে নেপাল, ভারত,ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কার শিক্ষাবিদ, শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষগন।
এই সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড ইভেন্টে নেপালের ৩৫ জন প্রতিনিধির প্রতিনিধিত্ব সহ উপরে উল্লিখিত দেশগুলির প্রায় ২০০শিক্ষা উদ্যোক্তাদের উপস্থিতি প্রত্যক্ষ করবে।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সার্ক জার্নালিস্ট ফোরাম।
বাংলাদেশে থেকে সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন “মানুষের কল্যাণে প্রতিদিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ।
“শিক্ষালয়”- ম্যাগাজিনের সম্পাদক সায়েম টেনডুকর
আমাদেরকে জানিয়েছেন “সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড-২০২৪ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে সব পরিকল্পনা এবং ঠিকঠাক রয়েছে।