
নিজস্ব প্রতিনিধি : বিশ্বনাথে সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বৃহস্পতিবার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে। বিশেষ করে ছানী পড়া শতাধিক রোগীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে ফাউন্ডেশন। অনুষ্ঠানটি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সমাজসেবক সৈয়দ আব্দুর রাজ্জাক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, “আর্তমানবতার সেবায় ফাউন্ডেশনের মতো বৃত্তশালী ব্যক্তিদের আরও এগিয়ে আসা উচিত। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিশ্বনাথ সদরে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যসেবার উন্নয়ন করব এবং ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করব।”
অনুষ্ঠানের পরিচালনা করেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এম. মাহবুব আলী জহির, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক মিয়া, সাবেক আহ্বায়ক আলতাব আলী, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার, সমাজসেবক আবদুল মালিক, সাবেক ইউপি সদস্য দবিরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, ফাউন্ডেশনের ডিরেক্টর আসাদুল ইসলাম আফিকুল, সামিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
নিজস্ব সংবাদ : 




















