ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন পেলেন সম্মাননা Logo বকশীগঞ্জে যমজ দুই বোনের চমকপ্রদ সাফল্য: এইচএসসিতে জিপিএ-৫ Logo নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন নিয়ে বিতর্ক: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ক্ষোভে জনতা Logo বকশীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ Logo কলকাতার বাবুঘাটে জাগ্রত চামুন্ডা কালীসহ শত শত প্রতিমার শান্তিপূর্ণ বিসর্জন Logo মার্কিন কৃষি বিভাগের সহযোগিতায় সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু Logo বকশীগঞ্জে পৈতৃক জমি দখল চেষ্টায় হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ Logo মিছিলে ডামি রাইফেল প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় একজন গ্রেফতার Logo বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শেরপুরে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধির ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
খুলনা-বাগেরহাট মহাসড়কে ফাল্গুনি পরিবহনের বাসের নিচে মোটরসাইকেল; নিহত শরণখোলার ঠিকাদার শামীম তালুকদার

খুলনা-বাগেরহাটে মহাসড়কে ফাল্গুনি পরিবহনের বাস চাপায় ঠিকাদার নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি : বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মো. শামীম তালুকদার (৩০) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয়ভাবে ঠিকাদারি কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শামীম মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বাস চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মাহমুদ-উল হাসান) জানান, “দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন পেলেন সম্মাননা

খুলনা-বাগেরহাট মহাসড়কে ফাল্গুনি পরিবহনের বাসের নিচে মোটরসাইকেল; নিহত শরণখোলার ঠিকাদার শামীম তালুকদার

খুলনা-বাগেরহাটে মহাসড়কে ফাল্গুনি পরিবহনের বাস চাপায় ঠিকাদার নিহত

আপডেট সময় ১২:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

জেলা প্রতিনিধি : বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মো. শামীম তালুকদার (৩০) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয়ভাবে ঠিকাদারি কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শামীম মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বাস চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মাহমুদ-উল হাসান) জানান, “দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।