ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন নিয়ে বিতর্ক: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ক্ষোভে জনতা Logo বকশীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ Logo কলকাতার বাবুঘাটে জাগ্রত চামুন্ডা কালীসহ শত শত প্রতিমার শান্তিপূর্ণ বিসর্জন Logo মার্কিন কৃষি বিভাগের সহযোগিতায় সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু Logo বকশীগঞ্জে পৈতৃক জমি দখল চেষ্টায় হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ Logo মিছিলে ডামি রাইফেল প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় একজন গ্রেফতার Logo বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শেরপুরে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধির ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন Logo শ্রীনগরে রাস্তার পাশে পলিথিন-পুড়িয়ে বায়ু দূষণ, পথচারীদের কষ্ট Logo দুর্নীতি করে সংসদে যাওয়া এদেশের জনগণের শত্রু: তোফায়েল আহমদ খান
বসতভিটার প্রাচীর ভেঙে ও বেড়া ধ্বংস, ভুক্তভোগী পরিবার আতঙ্কে

বকশীগঞ্জে পৈতৃক জমি দখল চেষ্টায় হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির বসতভিটার প্রাচীর ও বেড়া ভেঙে দিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. সামিউল হক (২৪ অক্টোবর) বকশীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া দড়িপাড়া এলাকার তফসিলভুক্ত স্বত্ব দখলীয় জমিতে মো. সামিউল হকের পৈতৃক সম্পত্তি রয়েছে। এই জমি নিয়ে একই এলাকার তিন ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিনের শত্রুতা চলছে।

ঘটনার দিন ২৪ অক্টোবর ভোরে অভিযুক্ত মো. মানিক মাষ্টার (৪৫), ফয়জুর রহমান বাবুল (৫৫), মো. মাসুদ (৪৫) ও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাঁর জমিতে প্রবেশ করে। তাঁদের পাঁচ ফুট উঁচু ইটের ওয়াল এবং একপাশের টিনের বেড়া ভেঙে ফেলা হয়। সামিউল হকের দাবি, এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভাঙচুর চলাকালে তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা দা ও লাঠি দেখিয়ে পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি হুমকি দেয়। ভুক্তভোগী জানিয়েছেন, “আমরা বর্তমানে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছি এবং স্বাধীনভাবে বসবাস করতে পারছি না।”

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন নিয়ে বিতর্ক: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ক্ষোভে জনতা

বসতভিটার প্রাচীর ভেঙে ও বেড়া ধ্বংস, ভুক্তভোগী পরিবার আতঙ্কে

বকশীগঞ্জে পৈতৃক জমি দখল চেষ্টায় হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ

আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির বসতভিটার প্রাচীর ও বেড়া ভেঙে দিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. সামিউল হক (২৪ অক্টোবর) বকশীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া দড়িপাড়া এলাকার তফসিলভুক্ত স্বত্ব দখলীয় জমিতে মো. সামিউল হকের পৈতৃক সম্পত্তি রয়েছে। এই জমি নিয়ে একই এলাকার তিন ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিনের শত্রুতা চলছে।

ঘটনার দিন ২৪ অক্টোবর ভোরে অভিযুক্ত মো. মানিক মাষ্টার (৪৫), ফয়জুর রহমান বাবুল (৫৫), মো. মাসুদ (৪৫) ও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তাঁর জমিতে প্রবেশ করে। তাঁদের পাঁচ ফুট উঁচু ইটের ওয়াল এবং একপাশের টিনের বেড়া ভেঙে ফেলা হয়। সামিউল হকের দাবি, এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভাঙচুর চলাকালে তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা দা ও লাঠি দেখিয়ে পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি হুমকি দেয়। ভুক্তভোগী জানিয়েছেন, “আমরা বর্তমানে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছি এবং স্বাধীনভাবে বসবাস করতে পারছি না।”

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।