
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাস্তার পাশে দোকানিদের অবাধভাবে আবর্জনা পুড়ানোর ফলে পরিবেশ ও বায়ু দূষিত হচ্ছে। প্রতিবেশীরা অভিযোগ করছেন, দিবালোকে রাস্তার পাশে পলিথিন ও অন্যান্য আবর্জনা পোড়ানো হয়, যার কারণে চলাচলরত পথচারীরা কালো ধোয়া ও কার্বন ডাই-অক্সাইড মিশ্রিত বায়ু শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন।
স্থানীয়দের মতে, বিশেষ করে শিশু-কিশোর ও বয়স্করা হাঁটার সময় হাঁচি কাশি করতে বাধ্য হচ্ছেন। শ্বাসযন্ত্রে কার্বন ডাই-অক্সাইড প্রবেশের ফলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
ভুক্তভোগীরা মনে করছেন, মার্কেট কর্তৃপক্ষ ও দোকানদাররা যেন আবর্জনা রাস্তার পাশে পোড়ানোর পরিবর্তে মার্কেটের ভিতরে নিরাপদ স্থানে পোড়ায়, যেখানে জনস্বাস্থ্যের ক্ষতি হবে না।
নিজস্ব সংবাদ : 



















