
জেলা নিউজ : শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য নির্বাচনী দায়িত্ব দক্ষতা বৃদ্ধির তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৫ অক্টোবর শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে তিনদিনব্যাপী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়) প্রশিক্ষণ কোর্সের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, যিনি অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর।
প্রশিক্ষণের উদ্দেশ্য হলো আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা জোরদার করা। এই কোর্সে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের গুরুত্ব সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।
অনুষ্ঠানে শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্বে আরও দক্ষ, সচেতন এবং দায়িত্বনিষ্ঠভাবে দায়িত্ব পালন নিশ্চিত করতে সক্ষম হবেন।
নিজস্ব সংবাদ : 



















