
নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ অক্টোবর) ভোরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি গোপনে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা টহলের সময় বিষয়টি টের পেয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্যক্তিগত কারণে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব সংবাদ : 























