
নিজস্ব প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল প্রতীক্ষিত ৩য় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে ‘বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এবং বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।
টুর্ণামেন্টকে ঘিরে উপজেলার ৮ ইউনিয়নের জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের মতামত গ্রহণ এবং সার্বিক দিকনির্দেশনা প্রণয়নের উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ট্রেজারার ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু মনসুর সভায় সভাপতিত্বে সিলেট জেলা ধারভাষ্যকার এসোসিশেনের সহসভাপতি আহাদ মিয়া ও সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ ফুটবল দলের কোচ রুহুল আমিন রাহুল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, রেফারি আনোয়ার মিয়া, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমির সমন্বয় কমিটির সদস্য তারেক আহমদ খজির, ইউপি সদস্য হেলাল আহমদ ও ক্রিড়া সংগঠক মিছবাহ খান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য ওয়াসিম উদ্দিন। সভার তত্ত্বাবধানে ছিলেন সমন্বয় কমিটির অপর সদস্য দিলোয়ার হোসেন।
বক্তারা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং টুর্ণামেন্টকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ৮ ইউনিয়নের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সভায় দ্রুত একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে ২০২৬ সালের টুর্ণামেন্টের জন্য মাঠ পর্যায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
 
																			 নিজস্ব সংবাদ :
																নিজস্ব সংবাদ :								 




















