ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন Logo (TRMS) সফটওয়্যার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড Logo বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন Logo যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার-স্বরাষ্ট্র উপদেষ্টা Logo হাওর ও নদী রক্ষা আন্দোলন, মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন Logo বরিশাল বিভাগীয় বন কর্মকর্তারই ১৬ স্ত্রী Logo শিক্ষার্থীদের স্বার্থে এই ফলাফল মেনে নেওয়ার আহ্বান: এ.জি.এস সহ ছাত্রদলের ৩ প্রার্থী Logo প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হবেনা: বিএমএসএফ Logo পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত 

আমরা সকলেই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার : অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৬১০ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী বলেছেন, আমরা সকলেই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে গড়ার প্রত্যয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। পুলিশ প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই আমরা প্রশিক্ষণ নিয়েছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত তার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি কেননা ৫ আগস্টের পর যখন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার, ভ্যানগাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোন অবস্থাতেই ছাড় পাবেনা।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মিরপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মিরপুর থানা এলাকার বিশিষ্ট নাগরিক মুন্সী বজলুল বকশী বলেন, আমি পুলিশকে ধন্যবাদ দিতে চাই। কারণ পুলিশ অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই থানাগুলোর দায়িত্ব নেয় এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের কাজ দ্রুত শুরু করে। এলাকাভিত্তিক এই যে মত বিনিময় সভা শুরু হল এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এর ফলে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ছে।
সভায় উপস্থিত মোকলেছুর রহমান বলেন, পুলিশ আমাদের ভাই। যারা থানায় নতুন যোগ দিয়েছেন তাদের কাছে মিরপুর এলাকা অপরিচিত। তাই আমাদের সকলের উচিত পুলিশকে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করা।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান, বিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

আমরা সকলেই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার : অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী

আপডেট সময় ০৬:২৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী বলেছেন, আমরা সকলেই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে গড়ার প্রত্যয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। পুলিশ প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই আমরা প্রশিক্ষণ নিয়েছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত তার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি কেননা ৫ আগস্টের পর যখন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার, ভ্যানগাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোন অবস্থাতেই ছাড় পাবেনা।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মিরপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মিরপুর থানা এলাকার বিশিষ্ট নাগরিক মুন্সী বজলুল বকশী বলেন, আমি পুলিশকে ধন্যবাদ দিতে চাই। কারণ পুলিশ অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই থানাগুলোর দায়িত্ব নেয় এবং আইন-শৃঙ্খলা উন্নয়নের কাজ দ্রুত শুরু করে। এলাকাভিত্তিক এই যে মত বিনিময় সভা শুরু হল এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এর ফলে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ছে।
সভায় উপস্থিত মোকলেছুর রহমান বলেন, পুলিশ আমাদের ভাই। যারা থানায় নতুন যোগ দিয়েছেন তাদের কাছে মিরপুর এলাকা অপরিচিত। তাই আমাদের সকলের উচিত পুলিশকে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করা।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান, বিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।