মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মুদি মনোহরি ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বনিককে (৭৬) ১৬ ঘন্টায় উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারের মধ্যে দেখা দিয়েছে উৎকন্ঠা। অপহরনের প্রতিবাদে বন্দরের ৫শতাধিক ব্যবসায়ী আজ শনিবার সকাল থেকেই ধর্মঘট এর পাশাপাশি বিক্ষোভ মিছিল করছে।
এর আগে শুক্রবার রাত সোয়া দশটার দিকে একদল ডাকাত শিবু বনিকের প্রতিষ্ঠানে ঢুকে প্রায় ৫লক্ষাধিক টাকা লুট করে তাকে অপহরন করে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবানন্দ রায় বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার দোকানের সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবানন্দ রায় বনিকসহ দোকান কর্মচারী শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই জনকে বেঁধে ফেলে ডাকাতদল। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শিবানন্দকে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তারা জড়ো হয়ে শিবাননন্দ বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।
বন্দরের মার্চেন্টপট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল আমীন বলেন, ঘটনা ঘটার কিছু সময় পড় ব্যবসায়ীরা নৌ পুলিশকে জানালে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে দায়িত্বে অবহেলা করছে বলে আমি মনে করি।
নৌ পুলিশ সুপার (বরিশাল অঞ্চল) এসএম নাজমুল হক বলেন, অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। অপহৃতকে উদ্ধারের জন্য নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযান চলছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আজ শনিবার সকালে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত রাত থেকেই কয়েকটি টিম অপহৃত শিবানন্দকে উদ্ধারে জন্য কাজ করতেছে।
সংবাদ শিরোনাম ::
১৬ ঘন্টায় উদ্ধার হয়নি বাউফলের অপহৃত ব্যবসায়ী শিবু বনিক – প্রতিবাদে ধর্মঘট
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:২৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ