
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক মুক্তিযোদ্ধাদেরকে কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা সভাপতি মোঃ গাউচ মিয়া, সাধারণ সম্পাদক ছিদ্দিকুল আলম পাশা, সদস্য মির্জা জহিরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পাড়েরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাস সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ।