
ইরানের রাজধানী তেহরানে এক বন্দুকধারীর গুলিতে দুই বিচারক নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে সুপ্রিম কোর্টে এ ঘটনা ঘটে। নিহত বিচারকদের নাম আলী রাজিনি ও মোহাম্মদ মোঘিসে। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের প্রতিবেদন থেকে জানা যায়, বন্দুকধারী আদালতের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে, ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এসময়, এক নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, হামলার পর বন্দুকধারীও আত্মহত্যা করেছে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, হামলাকারী একটি হ্যান্ডগান নিয়ে আদালতে প্রবেশ করে গুলি চালায়। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, বিশেষজ্ঞরা ধারণা করছেন, ১৯৮০ ও ১৯৯০ এর দিকে ইসলামি শাসন বিরোধী আন্দোলন দমন করতে এই দুই বিচারকের ভূমিকা ছিল। অতএব, এ কারণে হামলাটি হয়ে থাকতে পারে
নিজস্ব সংবাদ : 


























