
সেলিম শাহারীয়ার, সাতক্ষীরা: শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ড. লাইভ অ্যাপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ঢাকার প্রতিষ্ঠিত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ অনলাইনে ভিডিও কনসাল্টেশনের মাধ্যমে ২৫০ জনেরও বেশি রোগীর স্বাস্থ্য সেবা প্রদান করেন এবং ডিজিটাল প্রেসক্রিপশন দেন।
এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছেন অর্ণব হিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিম শাহরিয়ার এবং ড. লাইভ অ্যাপের কৃষ্ণনগর এজেন্ট টিম। ইউনিয়নের তিনটি কেন্দ্রে—জননী মেডিকেল হল (কৃষ্ণনগর বাজার), তাসকিয়া ফার্মেসি (দক্ষিণ রঘুনাথপুর), এবং জননী ফার্মেসি (কালিকাপুর)—এই ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে, ১১ জানুয়ারি ২০২৫ তারিখে চাম্পাফুল ইউনিয়নে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যেখানে ১৫০ জন রোগী ড. লাইভ অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
Dr. Live: ২৪/৭ সাশ্রয়ী স্বাস্থ্যসেবা
ড. লাইভ অ্যাপ এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ডাক্তারদের সঙ্গে পরামর্শ নেওয়ার একটি নির্ভরযোগ্য মাধ্যম। মাত্র ১০০ টাকায় শুরু হওয়া ফি দিয়ে এই অ্যাপে লাইভ ভিডিও কলে পরামর্শ নেওয়া যায়।
বিশেষ ফিচারসমূহ:




আপনার যেকোনো চিকিৎসা সমস্যার জন্য এখনই ডাউনলোড করুন Dr. Live অ্যাপ।
ডাউনলোড লিঙ্ক:
এন্ড্রয়েড ফোনের জন্য: https://play.google.com/store/ apps/details?id=com.mobu. drlivepatient
আইফোনের জন্য: https://apple.co/33zMu0B
ড. লাইভের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন অনলাইনে সাশ্রয়ী চিকিৎসা সেবা নিতে পারছেন।