
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা বিএনপির অফিস কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় ও আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা,পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক মাসুদ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন,জেলা জাসাস এর সভাপতি মোঃ জাহিদ হাসান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা তাদের বক্তব্যে আরাফাত রহমান কোকোর জীবনী স্মৃতিচারন করে বিভিন্ন আলোচনা করেন। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।