
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ৩ ছাত্রশিবির নেতা আহত হয়েছে। শুক্রবার রাতে উজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত ৩ শিবির কর্মীকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত শিবির নেতৃবৃন্দ।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপ-শাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ ৭/৮ জন অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আলী হোসাইন জানান, আমাদের শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচী শেষে বাড়ী ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, শিবির নেতাদের উপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে মামলা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব সংবাদ : 





















