
মো: খলিলুর রহমান, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পটুয়াখালী জেলা বাউফল সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে
কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১২নং বাউফল সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাউফল সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক
জি এম মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃএডভোকট জাহাঙ্গীর হোসেন তারা, বাউফল উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল আকন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোসারেফ হোসেন খান লিটন, বাউফল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী জায়েদ মাহমুদ, বাউফল উপজেলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম , স্থানীয় কৃষকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।