
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়।
নিহতের ছেলে, পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী তাপস কুমার ভক্ত জানান, তাদের পার্শ্ববর্তী কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল। তার ধারণা, এই বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা তার মাকে হত্যা করেছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর মতে, নিহত লক্ষ্মী রানী ভক্ত একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তবে জমি নিয়ে বিরোধের কারণে তিনি কয়েকবার হুমকির সম্মুখীন হয়েছিলেন।
পুলিশ বলছে, তারা অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে এবং মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে।