
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৬ ফেব্রুয়ারী রবিবার থেকে আগামী ২০ ফেব্রুয়ারী ৫ দিন ব্যাপী, উপজেলার ১০টি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন্য ক্যান্সার পরীক্ষার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
অদ্য ১৬ ফেব্রুয়ারি (রবিবার) ২০২৫ তারিখ,সকাল ১০ঃ৩০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে,নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ,মহিলাদের জরায়ু মুখ ও স্তন্য ক্যান্সার পরীক্ষা স্বাস্থ্য ক্যাম্পের, ৫ দিনের ১দিন ভায়া ও সিবিই ক্যাম্প উদ্বোধন করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, নার্স ও কর্মরত কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এবিএম আনিসুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমটিইপিআই কাউখালী।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বক্তব্য বলেন, অদ্য ১৬ ফেব্রুয়ারী থেকে ৫দিন ব্যাপী উপজেলার ৫টি ইউনিয়নে ২টি করে ১০টি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন্য ক্যান্সার পরীক্ষা করা হবে। এটা কোন কঠিন চিকিৎসা বা ভয়ের কিছু নয়,এ ধরনের রোগ শুরুতেই সুচিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব। তাই আমরা লজ্জা ও সংকোচ না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা নিকটতম ক্যাম্পে ফ্রি পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি।