
মো: খলিলুর রহমান , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জামায়াত নেতা মাও. মুহম্মদ ইসহাক মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় সাধারন ডায়েরী করেন। মঙ্গলবার বাউফল থানায় মো. সোহাগ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাধারন ডায়েরী করেন ওই নেতা। সোহাগ উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জাহিদ খান ওরফে ইউনুস খানের ছেলে। ইসহাক মিয়া উপজেলা জামায়াতের আমীর।
সুত্রে জানা গেছে, অভিযুক্ত সোহাগ খানের বাবা ও চাচা শফিক খানের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বাউফল থানায় অভিযোগ দিলে বাউফল থানার ওসি জামায়াত নেতা মুহম্মদ ইসহাক মিয়াসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সালিশ মানিয়ে দেয়। কিন্তু সোহাগের পরিবার সালিশ না মেনে শফিক খানের নির্মাণসামগ্রী চুরি করে। এ নিয়ে মামলা হলে পুলিশ সোহাগের বাবা ইউনুস খানকে গ্রেফতার করে। এতে ক্ষুদ্ধ হয়ে গত কয়েক দিন ধরে সোহাগ তার ফেসবুক আইডি দিয়ে জামায়ত নেতা মুহম্মদ ইসহাক মিয়ার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে জামায়াত নেতা মুহম্মদ ইসহাক মিয়ার ছেলে সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, সোহাগ খান বিদেশে বসে আমার বাবার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন। সোহাগ খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের এ্যাম্বাসিতে অভিযোগ দায়ের করা হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।