
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্তে প্রেস ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়।
পরবর্তীতে পুলিশ সুপার নিজেই নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। জেলা পুলিশ, নরসিংদীর প্রতিটি ইউনিট প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করে। এ কাজের জন্য নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। এছাড়া নরসিংদী জেলার ৭টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এদিকে ঈদের আগে হারানো মোবাইল ফোন সেট ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ দারুন খুশি।
উল্লেখ যে, মোবাইল ফোন সেট হারানো ব্যক্তিগণ বিভিন্ন সময় নরসিংদী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলার এলআইসি শাখাসহ অত্র জেলার ৭টি থানায় গত ২ মাস হতে অদ্য বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ২৪০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেন।