
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সারাদেশের মতো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় তিনি মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব, বাঙালির মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনের প্রত্যয় তুলে ধরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে আকাশে শান্তির পায়রা উড়ানো হয়।
পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুসজ্জিত প্যারেড প্রদর্শন করা হয়। এতে মধ্যনগর থানা পুলিশ, আনসার বাহিনী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ করেন। প্যারেডে অংশগ্রহণকারী দলগুলোর সমন্বিত কুচকাওয়াজ ও শৃঙ্খলা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ডিসপ্লে, চিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষার্থীদের নৃত্য, সংগীত, দেশাত্মবোধক গান ও সৃজনশীল পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতার চেতনা, ত্যাগ ও বিজয়ের গৌরবময় ইতিহাস, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে দেশপ্রেমের আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন করে স্মরণ করা হয়।
নিজস্ব সংবাদ : 















