
নেত্রকোনা প্রতিনিধি:শ্যামল সরকার
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ফেরিঘাট সংলগ্ন সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি অটোরিকশার গোপন চেম্বার থেকে ১০৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা’র মধ্যে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়। অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজলের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট দোকানের (মেসার্স শেখ সাদী এন্টারপ্রাইজ) পাশের সড়কে একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় অটোরিকশাটির বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ১০৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৭৫০ মিলিলিটার করে ৪২ বোতল McDowell’s No-1 Luxury WHISKY এবং ৩৭৫ মিলিলিটার করে ৬৭ বোতল McDowell’s No-1 WHISKEY পাওয়া যায়। মোট উদ্ধারকৃত মদের পরিমাণ ৫৬.৬২৫ লিটার।
আটককৃত দুই আসামি হলেন নেত্রকোনা সদর উপজেলার গিডুরপাড়া গ্রামের মো: তপন মিয়া (২৬) এবং কলমাকান্দা উপজেলার মইপুকুরিয়া গ্রামের মো: রাকিব হোসেন (৩২)। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পরিদর্শক মো: আল আমিন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।