
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি আজ রবিবার (১৭ আগস্ট) সকাল ১১.৩০ টায় গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেছেন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মোঃ শাহজাহান খন্দকার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা, মোঃ মুক্তার হোসেন, মোঃ সৈয়দ হোসেন, মোঃ জামাল হোসেন ও মোঃ শাহেদ আলী।
নবগঠিত ৬নং ওয়ার্ড আংশিক কমিটির দায়িত্বশীলরা হলেন—
সভাপতি: মোঃ আইয়ুব আলী
সিনিয়র সহ-সভাপতি: মোঃ মুজাফফর মিয়া
সাধারণ সম্পাদক: মোঃ আশাদ মিয়া
সহ-সাধারণ সম্পাদক: মোঃ জয়নাল মিয়া
সাংগঠনিক সম্পাদক: মোঃ আবু সাইদ
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর উপস্থিত নেতাকর্মীরা তাদের স্বাগত জানিয়ে ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।