
নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা বিশেষ শাখা (ডিএসবি) “মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্স” অনুষ্ঠিত হয়। মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্সের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃমারুফাত হুসাইন।
পুলিশ সুপার মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্সে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ দমন, ভবিষ্যৎ অপরাধ প্রবণতা রোধে পূর্বপ্রস্তুতি গ্রহণ, জনসচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর সহ জেলা বিশেষ শাখায় কর্মরত সকল সদস্যবৃন্দ।