
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা আজ ১৭ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় স্ব স্ব সরকারি দপ্তর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়। এছাড়াও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।