
অনলাইন ডেক্স : আজ ১৭ আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়ি, ক্যাম্পসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পুলিশ সুপার মহোদয় জুলাই/২০২৫ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ (১) শ্রেষ্ঠ এসআই, (২) শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, (৩) শ্রেষ্ঠ এএসআই, (৪) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার, (৫) চৌকস কনস্টবলসহ সর্বমোট ০৯ (নয়) জনকে পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণসভা শেষে বেলা ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া।
উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জেলার অন্যান্য উর্দ্ধতন অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জ সহ অন্যন্য অফিসারগণ উপস্থিত ছিলেন।