
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র গণসংযোগ, দিকনির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) রাণীনগর উপজেলার সদর বাজারে শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন সংসদীয়-৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু। গণ সংযোগ শেষে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন তিনি।
দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের প্রতিটি নেতাকর্মীদের এক হয়ে প্রতিটি ঘরে ঘরে জননেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও ৩১ দফা পৌঁছে দিতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের নিয়ে ৩-৪ সদস্যের একটি করে টিম তৈরি করুন এবং তাদেরকে পাঠিয়ে দিন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দুয়ারে দুয়ারে। এসব টিমকে আবার পর্যবেক্ষণ করার জন্য একটি মনিটরিং টিম তৈরি করুন। যে করেই হোক যেভাবেই হোক জননেতা তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতেই হবে। আমরা কোন ব্যক্তির জন্য নয় আমরা ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। দল যাকেই মনোনয়ন দিবেন আমরা তাকেই সামনে রেখে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করবো। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশেই থাকবো ইন-শা-আল্লাহ্।”
এসময় আরও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, সহ-সভাপতি একে এম জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান জাপান, রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা মহিলা দলের সভানেত্রী পাইয়া বেগম, কাশিমপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিক মাহমুদ, রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, সের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হুমায়ুন কবির সহ বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
|
|
নিজস্ব সংবাদ : 

























