
স্টাফ রিপোর্টার : অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় টানা ১৬তম দিনের মতো উত্তাল হয়ে উঠেছে পুরো আসনটি।
তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি–দাওয়ার ঢেউ রূপ নিয়েছে বিশাল জনসমুদ্রে।
১৮ নভেম্বর বিকাল ৪টায় কালিগঞ্জ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে ছড়িয়ে পড়ে জনতার ঢল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত হয়ে সমাবেশস্থলকে জনসমুদ্রে রূপ দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের প্রতি নিবেদন, ত্যাগ ও জনপ্রিয়তার জন্য অধ্যাপক ডা. শহিদুল আলম তৃণমূলের কাছে “বিশ্বাস ও আস্থার প্রতীক” হিসেবে পরিচিত। “এমন নেতাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলে ক্ষোভ, হতাশা ও বিভ্রান্তি বাড়ছে”—বলেন তারা।
বক্তাদের ভাষায়, কালিগঞ্জ–আশাশুনি বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির কর্মীরা একটাই দাবি—অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। না হলে তৃণমূল কোনোক্রমেই এই সিদ্ধান্ত মেনে নেবে না।
তারা কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “যত দিন মনোনয়ন পুনর্বিবেচনা না করা হবে, তত দিন আন্দোলন চলবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন—
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম
চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
সাইলুর জামান
উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, সদস্য সচিব৭ শেখ পারভেজ ইসলাম
উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস. এম. সেলিম আহমেদ
উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর সেলিম
মিলন সরকার
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়কসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা তৃণমূল নেতাকর্মীরা আরও একবার প্রমাণ করলেন—সাতক্ষীরা–৩ আসনে অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়া না হলে এই ক্ষোভ থামবে না।
উত্তাল কালিগঞ্জের রাজপথে আজকের জনসভা সেই দাবিকেই আরও জোরালো করে তুলেছে।
নিজস্ব সংবাদ : 



















