
আলী আহসান রবি : দীর্ঘ বঞ্চনা ও মামলা মকদ্দমা শেষে অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ প্রভাষক। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতির আদেশ জারি করেছে। এই পদোন্নতি শিক্ষা ক্যাডারের কিছু আত্মীকৃতসহ ৩২, ৩৩, ৩৪ ও ৩৫তম বিসিএসের ব্যাচ ভিত্তিক পদোন্নতি হলো। শিক্ষা ক্যাডারের নিকট ইতিহাসে এটি সংখ্যার বিচারে একটি বড় আকারের পদোন্নতি। এই পদোন্নতির জন্য প্রভাষকরা ‘ বিসিএস প্রভাষক পরিষদ’ ব্যানারে টানা কয়েক সপ্তাহ ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’সহ নানা আন্দোলন কমসূচি চালিয়ে আসছিলো।
এদিকে ব্যাচ ভিত্তিক এই বিশাল সংখ্যক পদোন্নতিতে শিক্ষামন্ত্রনালয় কতৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘বিসিএস প্রভাষক পরিষদ’। একই সাথে পদোন্নতি কাজে নানাভাবে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ, বিসিএস শিক্ষা সমিতির নেতৃবৃন্দ, আইনকর্মকর্তা, আইমজীবী, গণমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 



















