ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার Logo আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন দাবিতে টানা ১৩তম দিনের বিক্ষোভ–সমাবেশ Logo জামনগর পকেট খালি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার নাটোর Logo খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি Logo পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ Logo বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী কর্তৃক নওগাঁ পুনাক অফিস শুভ উদ্বোধন Logo গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খানের বরিশাল আগমন Logo ইসলামিক স্টাডিস অলিম্পিয়াড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার দিনাজপুর Logo পিরোজপুর পুলিশ লাইন্সে “তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ এর শুভ উদ্বোধন Logo জেলা প্রশাসক সাতক্ষীরার পদায়ন ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রশিক্ষণে ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করবেন জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে

” বিকেএসপি’তে “যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ-২০২৫” এর শুভ উদ্বোধন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : আজ(রবিবার) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’তে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ সমাজ সবসময়ই দেশের প্রতিটি সংকট ও পরিবর্তনের কেন্দ্রবিন্দু। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান-প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তরুণরাই প্রথমে ছুটে গেছেন মানুষের পাশে। তিনি বলেন, একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। একারণেই সরকার তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

আসিফ মাহমুদ আরো বলেন, দেশের তরুণ-তরুণীরা প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হন। বিশেষ করে নারী ও কিশোরীরা অনেক সময় যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন।
আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়াও উপদেষ্টা উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশের সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু মহল থেকে এই প্রশিক্ষণের বিষয়ে নেতিবাচক কথা শোনা যায়, কিন্তু এই প্রশিক্ষণ সম্পূর্ণই একটি নাগরিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, যার উদ্দেশ্য হলো আত্মরক্ষা, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপি’র মাধ্যমে সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রশিক্ষণে ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করবেন জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে

” বিকেএসপি’তে “যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ-২০২৫” এর শুভ উদ্বোধন।

আপডেট সময় ০২:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

আলী আহসান রবি : আজ(রবিবার) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’তে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ সমাজ সবসময়ই দেশের প্রতিটি সংকট ও পরিবর্তনের কেন্দ্রবিন্দু। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান-প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তরুণরাই প্রথমে ছুটে গেছেন মানুষের পাশে। তিনি বলেন, একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। একারণেই সরকার তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

আসিফ মাহমুদ আরো বলেন, দেশের তরুণ-তরুণীরা প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হন। বিশেষ করে নারী ও কিশোরীরা অনেক সময় যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন।
আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন তিনি। এছাড়াও উপদেষ্টা উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশের সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু মহল থেকে এই প্রশিক্ষণের বিষয়ে নেতিবাচক কথা শোনা যায়, কিন্তু এই প্রশিক্ষণ সম্পূর্ণই একটি নাগরিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, যার উদ্দেশ্য হলো আত্মরক্ষা, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপি’র মাধ্যমে সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।