
মো: শামীম আহমদ,ধর্মপাশা, (সুনামগঞ্জ) : দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও প্রত্যাশার পর অবশেষে গঠিত হলো সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাব। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থানীয় সাংবাদিকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সেলিম আহম্মেদ সভাপতি এবং যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাকিন শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর, সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ দুই বছর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: আরিফ খান (ডেইলি অবজারভার);
যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ মো. মনির হোসেন (আমার বার্তা);
সাংগঠনিক সম্পাদক: রবি মিয়া (দৈনিক বাংলাদেশ প্রতিদিন);
কোষাধ্যক্ষ: আকমল হোসেন চৌধুরী (ভোরের সময়);
দপ্তর সম্পাদক: সাঈদ কুতুব (দৈনিক সংগ্রাম);
প্রচার সম্পাদক: সাইফুল ইসলাম (মুভি বাংলা টিভি)।
কার্যকরী সদস্য:
মো. রফিকুল ইসলাম টিটু (দৈনিক জনকথা),
ইমাম হোসেন (মুক্ত খবর),
মো. শামীম আহমদ (সময়ের বুলেটিন)।
সদস্য: মো. আল আমিন (আমাদের মাতৃভূমি),
মইনুল করিম রাজা (দৈনিক বাংলা ধারা),
ইলিয়াস হায়দার সেতু (আজকের খবর)।
সভা শেষে প্রেসক্লাবের গঠনতন্ত্রের আংশিক পাঠ করা হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি সেলিম আহম্মেদ বলেন,
“ধর্মপাশা প্রেসক্লাব হবে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে সাংবাদিকদের ঐক্যের মঞ্চ। আমরা সমাজের প্রান্তিক মানুষের কথা তুলে ধরব এবং উন্নয়ন ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেব।”
সাধারণ সম্পাদক শাকিন শাহ বলেন,
“আমরা নিরপেক্ষ, পেশাদার ও ইতিবাচক সাংবাদিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য—ধর্মপাশাকে সংবাদ ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া।”
প্রেসক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য:
সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা
স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য রক্ষা
হাওর, নদী ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি
দুর্নীতি, অনিয়ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা
তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ ও অনুপ্রেরণার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত করা
স্থানীয় সাংবাদিকদের মতে, ধর্মপাশা প্রেসক্লাবের এই গঠন স্থানীয় সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার করেছে।
নিজস্ব সংবাদ : 




















