
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী-২০২৫ এর দ্বিতীয় দিন অত্যন্ত জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
প্রধান অতিথি কলেজে প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁকে অভ্যর্থনা জানান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বাংলাদেশ সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি এবং এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC) ও অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।
এরপর প্রধান অতিথি AJEC পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি তাঁদের উদ্দেশ্যে বিশেষ ভাষণ প্রদান করেন, যেখানে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধির কামনা করা হয়। এছাড়াও, দেশ সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে উৎসাহিত করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং পুনর্মিলনী অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও বন্ধুত্বপূর্ণ করে তোলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী চলা এই প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৩ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয় এবং বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সমাপ্তি পাবে।
নিজস্ব সংবাদ : 



















