
নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সোমবার সকালে খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, বিতর্ক শুধু জেতার বা হারার বিষয় নয়, এটি সত্য ও যুক্তির চর্চা। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যুক্তি, সততা ও নৈতিকতার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জালাল উদ্দিন আহাম্মদ, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, খুলনা।
এসময় জনাব মোঃ আবদুল ওয়াদুদ, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, জনাব এস, এম, ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা, ডাঃ মনি মোহন সাহা, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খুলনা, জনাব মোঃ আব্দুল লতিফ, প্রধান শিক্ষক, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনাসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


























